ফেনীতে চিকিৎসা সেবায় যোগ দিলেন আরো ১২ চিকিৎসক

 প্রকাশ: ১৩ মে ২০২০, ১২:১১ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


কায়সার হামিদ,ফেনী জেলা প্রতিনিধিঃ


ফেনীতে মহামারি করোনা ভাইরাস শনাক্ত হওয়া রোগিদের সেবা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে যোগদান করেছেন ১২ জন চিকিৎসক। ফেনী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ১২ মে মঙ্গলবার নতুন চিকিৎসকদের ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে বরন করেন সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন। এ সময় প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা। ওই ১২ জন চিকিৎসক জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করবেন। তারা সবাই সিভিল সার্জন কার্যালয়ে নিযুক্ত হয়েছেন। প্রথমে তারা করোনা চিকিৎসার ডেডিকেটেড হাসপাতাল ট্রমা সেন্টার ও মঙ্গলকান্দি স্বাস্থ্য কেন্দ্রে আইসোলেশনে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।

নবাগত চিকিৎসকগন হলেন ডা. তাইফুর রহমান, ডা. দিলরুবা ইয়াসমিন, ডা. মো. জাকির হোসেন, ডা. অতনু চক্রবর্তী, ডা.শাওন নওসীন নুর চৌধুরী, ডা. মো. মমিনুল ইসলাম খান, ডা. মুহাম্মদ ফাহিম উদ্দিন কানন, ডা. মুহাম্মদ মশিউর রহমান মুন্না, ডা. আবদুল্লাহ আল ফয়সাল, ডা. আসিফ মাহমুদ চৌধুরী, ডা. মারজান আক্তার ও ডা. মৌমিতা রায়।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, জেলায় ১২ জন চিকিৎসক যোগদান করায় চিকিৎসার মান একধাপ এগিয়ে গেল। করোনা সহ সবধরনের সেবায় তারা কাজ করবেন। প্রাথমিক ভাবে তারা ফেনী জেনারেল হাসপাতালে ৭ দিনের প্রশিক্ষণ দেয়া হবে।

চট্টগ্রাম এর আরও খবর: