মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রযুক্তির মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের পাশে।

মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রযুক্তির মাধ্যমে দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।
মোঃ জাকির হোসেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপে সৌদি আরব থেকে দেশে ফিরতে পারেননি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। চলমান দুঃসময়ে দেশে না থাকতে পারলেও প্রযুক্তির মাধ্যমে সমস্যাগ্রস্ত মানুষের পাশে রয়েছেন তিনি। ব্যক্তিগত তহবিল থেকে তিনি সমস্যাগ্রস্তগ্রস্ত মানুষদের সাধ্যমতো সহযোগিতা করছেন।
জানা যায়, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী।
তিনি সৌদি আরবেও আওয়ামী রাজনীতি সহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। সৌদি আরবে ব্যবসা থাকলেও বেশিরভাগ সময়ই তিনি দেশে থাকেন। বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হওয়ার আগে তিনি ব্যবসায়িক জরুরি কাজে সৌদি আরব যান।
করোনা ইস্যুকে ঘিরে আকস্মিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় তিনি দেশেফিরতে পারেননি।
বর্তমান পরিস্থিতিতে মোঃ জাকির হোসেন সরাসরি সমস্যাগ্রস্ত এলাকার মানুষের পাশে থাকতে না পারলেও প্রযুক্তির মাধ্যমে তৎপর রয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যভহার করে নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। সমস্যাগ্রস্ত কেউ তার সাথে যোগাযোগ করলেই তিনি খোঁজ-খবর নিয়ে ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যমতো সহযোগিতা করছেন। গোপনীয়তা রক্ষা করে অসংখ্য সমস্যাগ্রস্ত মানুষকে সহযোগিতা করেছেন।
মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন জানান, দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার আগে ব্যবসায়িক জরুরি কাজে আমি সৌদি আরবে এসেছি। দ্রুত দেশে ফেরার ইচ্ছা থাকলেও আকস্মিক সকল ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় এখনো দেশে ফিরতে পারিনি। দেশের চলমান পরিস্থিতিতে আমি প্রযুক্তির কল্যাণে মনোহরগঞ্জের মানুষের নিয়মিত খোঁজ-খবর রাখছি। কারো সমস্যার কথা শুনলে সাধ্যমতো সহযোগিতা করছি। সৌদি আরব-বাংলাদেশ ফ্লাইট চালু হলেই আমি তাৎক্ষণিক দেশে ফিরব।