প্রবাশী রেমিট্যান্স যোদ্ধাদের ঈদ উদযাপন

ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি। এই কথাটি দেশে থাকতে খুব শুনতে পেতাম। কিন্তু এখন অনুধাবন করতে পারছি আসলেই ঈদ মানে কি? দেশের ঈদ হচ্ছে আনন্দ ভাগাভাগির, আর প্রবাসের ঈদ হচ্ছে একদিন ছুটি, এর্লাম বিহিন ঘুম। ঈদ মানে প্রিয়জনকে কাছে পাওয়ার আকুতি। ঈদ মানে মনে শত কষ্ট নিয়েও বলা, “হ্যা, আমি ভালো আছি।”
দেশের ঈদ আনন্দ আর প্রবাসের ঈদ অনেকটাই ভিন্ন ধরনের। ফজরের আজানের পর দল বেঁধে ছোটাছুটি করে গোসল সেরে মিষ্টি মুখে নতুন জামা-কাপড় পরে ঈদগাহ মাঠে যাওয়া, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, প্রবাসীদের জন্য যেন শুধুই স্মৃতি। নামাজ পড়তে যাওয়ার সময় পাশের বাড়ির কেউ ডাক দিয়ে বলে না- সেমাই খেয়ে যাও।
ঈদের নামাজ শেষে দেশে ফোন করার পর বুকের ভেতর কষ্টের তীব্রতা যেন আরও বেড়ে যায়। বুকফাটা যন্ত্রণাকে বুকে নিয়ে বিছানায় যেয়ে চোখের পানিতে বালিশ বিজিয়ে ঘুমানোর চেষ্টা করেন অনেকে। আর এরপর দুপুর গড়িয়ে পুবের সূর্যটা পশ্চিমে হেলতে শুরু করে। বিছানা ছেড়ে দু’একজন বন্ধুকে সঙ্গে নিয়ে সামান্য আনন্দের প্রত্যাশায় অজানার উদ্দেশ্যে ছুটে চলা। এভাবেই কেটে যায় প্রবাসীদের ঈদ নামের নিঃসঙ্গ বেদনার দিনটি।
পরিবার পরিজনের সুখ-শান্তি কামনা করে ঈদের আনন্দ বুকে চেপে ধরে আগামির পথে চলছেন রেমিট্যান্স যোদ্ধারা।
প্রবাস জীবনের নিঃস্বঙ্গতা আর বাস্তবতাকে সাথী করে এগিয়ে যাচ্ছি একটি সুন্দর ভবিষ্যতের আশায় । সবাই আমাদের জন্য দোয়া করবেন।
দেশ এবং বিদেশে অবস্থান রত সবাই কে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মোবারক।
মোঃ তারেক বাবুল,
সাংগঠনিক সম্পাদক,
রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগ সৌদি আরব।
প্রতিষ্ঠাতা সদস্য,
গোবিন্দ জনকল্যান ফাউন্ডেশন মেঘনা উপজেলা।