রায়পুর পৌরসভায় রেশন কার্ড পাবে ৪২০০ পরিবার।

 প্রকাশ: ০৮ জুন ২০২০, ০৫:০০ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃশরিফ হোসেন

লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা পৌরসভায় ২ য় দফায় আবারো ১৮০০ পরিবারের মাঝে করোনাকালীন বিশেষ ত্রান সহায়তা করা হবে।



মেয়র ইসমাঈল খোকন জানিয়েছেন, প্রতি পরিবারের মাঝে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে মাসিক ২০ কেজি করে চাল বিতরন করা হবে। এ লক্ষে প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাঃ সম্পাদক এর সমন্বয়ে আজ পৌরসভা অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সভায় সকলের সমন্বয়ে দূস্থ সুবিধাভোগীদের নামের তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত হয়। তালিকা চুড়ান্ত হলে আগামী সপ্তাহে চাল বিতরন করা হবে।



উল্লেখ্য, এর আগে রায়পুর পৌরসভায় ২৪০০ পরিবার এই সুবিধার আওতায় এসেছে। নতুন ১৮০০ সহ মোট ৪২০০ পরিবার রেশনের আওতায় এসেছে। ১০০০ পরিবার প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে পাবে ২৫০০ টাকা করে। এছাড়া ৩১০০ পরিবার পেয়েছে ১০ কেজি করে চাল ও ১০০ টাকা। শিশুখাদ্য (গুঁড়োদুধ) পাবে ২৫০ পরিবার।রায়পুর পৌরসভায় মোট ৮৭০০ হোল্ডিং রয়েছে, ভাষমান, ছিন্নমূল ও ভাড়াটিয়া পরিবার রয়েছে ২৭০০০।

চট্টগ্রাম এর আরও খবর: