লক্ষীপুরে ২৪ ঘন্টায় রেকর্ড ৬৯ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৬৭৮ জন।

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃশরিফ হোসেন
সারাদেশের ন্যায় লক্ষীপুরেও করোনা ভাইরাসে আক্রান্ত রুগী’র সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
ইতিমধ্যে লক্ষীপুর জেলা রেড জোনের আওতায় পড়েছে।
জেলার তিনটি পৌরসভা এবং ১৩ টি ইউনিয়ন রেড জোনের আওতাধীন হওয়ায় এসব এলাকায় গত ১৬ ই জুন সকাল ৬ টা থেকে কঠোর লকডাউন পালিত হচ্ছে।
আজ ২৩ শে জুন রোজ শুক্রবার বিকাল ৪ টায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যম কে জানান আজ জেলায় ২৮০ টি নমুনার রেজাল্ট এসেছে এর মধ্যে ৬৯ জনের নমুনার রেজাল্ট পজিটিভ আসছে।
পজিটিভ ৬৯ জনের মধ্যে জেলার সদর উপজেলায়- ৩০ জন, রামগঞ্জে- ১০ জন, রায়পুরে- ০১ জন, কমলনগরে-২৩ জন এবং রামগতিতে- ০৫ জন
এই ৬৯ জন সহ জেলায় এখন করোনা রুগী’র সংখ্যা ৬৭৮ জন।
উক্ত সময় সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার উপজেলা ভিত্তিক করোনা চিত্র তুলে ধরেন।
সদর উপজেলায় মোট আক্রান্ত ৩২৬ জন, মারা গেছে ০৪ জন।
রায়পুর উপজেলায় মোট আক্রান্ত ৬৫ জন, মারা গেছে ০১ জন।
রামগঞ্জ উপজেলায় মোট আক্রান্ত ১১৯ জন, মারা গেছে ০৭ জন।
রামগতি উপজেলায় মোট আক্রান্ত ৫৭ জন, মারা গেছে ০১ জন।
কমলনগর উপজেলায় মোট আক্রান্ত ১১১ জন মারা গেছে ০১ জন।
জেলায় মোট মৃতের সংখ্যা ১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৬০ জন। চিকিৎসাধীন আছে ৩৭৫ জন।