মু্জিববর্ষ উপলক্ষে লক্ষীপুরে বৃক্ষ রোপন অভিযান শুরু।

 প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ০৩:১৭ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


জিহাদ হোসাইন, রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি :

লক্ষীপুরের রায়পুরে আজ  বৃহস্পতিবার ১৬ জুলাই বৃক্ষ রোপন অভিযান শুরু করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাবরীন চৌধুরী। 

"মুজিববর্ষের আহ্বান,  লাগাই গাছ বাড়াই বন'!! 

এই প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। কেন্দ্রীয়ভাবে উদ্বোধনের সাথে সাথে রায়পুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি ফলজ, একটি বনজ ও একটি ওষুধি গাছের চারা রোপনের মধ্য দিয়েই শুরু হলো রায়পুর উপজেলায় বৃক্ষরোপন এবং চারা বিতরণ কর্মসূচির গ্রহন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ এহ্সানুল কবির জগলুল,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র হাজী ইসমাইল খোকন  প্রমুখ। 


২০২০ সালের ১৫ সেপ্টেম্বরের মধ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৪৯২টি উপজেলার প্রতিটিতে ২০ হাজার ৩২৫টি চারা রোপণ করা হবে।

চট্টগ্রাম এর আরও খবর: