রায়পুরে জোরপূর্বক তরুণীকে ধর্ষণ, জনমনে ক্ষোভ

জিহাদ হোসাইন, রায়পুর, (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার অর্ন্তগত ২নং উত্তর চরবংশী ইউনিয়ের ০৯নং ওয়ার্ডের মদিনা বাজার এলাকার স্থায়ী বাসিন্দা মো: মামুন হোসেন পাশের বাড়ির এক তরুণীকে (১৮) ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। অভিযুক্ত মামুনের পিতা মো: হোসেন মুহুরী একজন দলিল লেখক। ঘটনার প্রেক্ষিতে মো. মামুন হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, ১০ জুলাই ক্ষতিগ্রস্ত কিশোরী বাদী হয়ে ধর্ষণের ঘটনায় হাজীমারা পুলিশ ফাঁড়িতে মামুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। ৭ দিন পর বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে একই অভিযোগ ফের রায়পুর থানায় করা হয়।
এসময় রায়পুর থানার( ওসি) আবদুল জলিল জানান, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
উক্ত ঘটনায় এলাকার জনমনে ক্ষোভ বিস্তার করছে।
অভিযোগ সূত্রতায় জানা যায়, প্রায় ৪ বছর ধরে প্রতিবেশী মামুনের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে। গত ৬ মাস থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন তার সঙ্গে একাধিকবার দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। গত ৪ জুলাই রাত ১২টার দিকে কিশোরীকে ঘর থেকে ডেকে নেয়। পরে তাকে বাড়ির পাশে খোলা স্থানে নিয়ে জোরপূর্ক ধর্ষণ করে।
একপর্যায়ে চিৎকার শুনে তরুণীর বাবা-মা ছুটে আসলে মামুন পালিয়ে যায়। পরে পুরো ঘটনাটি তরুণী তার বাবা-মাকে জানায়। এ ব্যাপারে বিচারের নামে গ্রাম্য মাতবরদের কালক্ষেপণে থানায় অভিযোগ করতে বিলম্ব হয়। অভিযুক্ত মামুনের উপযুক্ত বিচার দাবি করেন ক্ষতিগ্রস্ত তরুণী।
এদিকে অভিযুক্ত মো: মামুন হোসেন ঘটনার পর থেকে এলাকা থেকে পলাতক রয়েছে।