লক্ষ্মীপুরের রায়পুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৬,

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি শরিফ হোসেন
লক্ষ্মীপুরের রায়পুরে সাজাপ্রাপ্ত পলাতক মোঃ আবুল কাশেম মৃধাসহ ৬ জনকে গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ। সোমবার (২০ জুলাই) রাতে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
থানা সুত্রে যানা যায়, অফিসার ইনচার্জ আব্দুল জলিল’র নেতৃত্বে এসআই মোঃ নুরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, স্বপন চন্দ্র বড়ুয়া সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযানে সিআর ৩২৯/১৫ সংক্রান্তে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আবুল কাশেম মৃধা ও অন্যান্য মামলার ৫ আসামীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। অভিযান অভ্যাহত থাকবে।