করোনা পরিস্থিতিতেও বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে বেড়াচ্ছেন দিনাজপুর সিভিল সার্জন।

 প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


বাদশা আলী,ফুলবাড়ী-পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ 

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংকটে সবথেকে ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন স্বাস্থ্য কর্মীরা। 

আর এই স্বাস্থ্য কর্মীদের খোঁজ খবর নিতে ২১ জুলাই মঙ্গলবার  ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন দিনাজপুর জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা.মো:আব্দুল কুদ্দুছ।এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,নার্স, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের সাথে (কোভিড-১৯) সহ সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।পরে তিনি স্বাস্থ্য কর্মীদের করোনা প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা.মো: এনায়েতুল্লাহ নাজিম, মেডিকেল অফিসার ডা.রেজাউল করিমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা কর্মচারি বৃন্দ।এর আগে তিনি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স‌ও পরিদর্শন করেন।

চট্টগ্রাম এর আরও খবর: