চুরি হওয়া স্মার্ট ফোন উদ্ধারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠে রায়পুর থানার পুলিশ।

 প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৯:৪৮ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


রায়পুর,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আলমগীর হোসেন  

লক্ষ্মীপুর জেলা রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব আবদুল জলিল মহোদয়ের নির্দেশনায় রায়পুর থানার আইসিটি(কম্পিউটার) শাখায় কর্মরত মোঃ ফারুকের (৩০)  সার্বিক প্রচেষ্টায় হারিয়ে যাওয়া কয়েকটি  এন্ড্রোয়েড স্মার্ট ফোন বিভিন্ন  এলাকা থেকে রায়পুর থানার পুলিশ  উদ্ধার করে। উদ্ধারকৃত স্মার্টফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর  করা হয়।


ভুক্তভোগীদের একজন বোরহান উদ্দিন শাকিল (৩৫), পিতা-বিল্লাল কবিরাজ, গ্রাম-চরপাতা।বোরহান তার হারিয়ে যাওয়া মোবাইলটি পেয়ে অত্যন্ত আনন্দবোধ করছে।


গত কয়েকদিন আগেও রায়পুর পৌরসভার মো: আলাউদ্দিন(২৪) নামের এক যুবকের  মোবাইল ফোন উদ্ধার করে রায়পুর থানার পুলিশ। আইসিটি বিভাগের ওমর ফারুকের (রায়পুর থানার ) বিচক্ষণতায়  অনেকগুলো  মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।


ওমর ফারুক ২০১৮ সালে রায়পুর থানায়  আইসিটি বিভাগে জয়েন করেন।অত্যন্ত দক্ষতার সহিত অসংখ্য মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃতি মালিকের নিকট হস্তান্তর করেন। এদিকে সাধারণ জনগণ  জনপ্রিয়  সামাজিক মাধ্যম ফেইসবুকে ওমর ফারক সাধুবাদ জানান।অনেকেই  ওমর ফারুকের  প্রশংসার পঞ্চমুখ।


এবিষয়ে ওমর  ফারুক “আলোচিত বার্তা উপজেলা প্রতিনিধি”কে বলেন, আমি ২০১৮ সালে রায়পুর থানায় জয়েন করেছি । সততার সাথে কাজ করে আসছি।আগামী দিনে রায়পুরের মানুষের পাশে আছি ও থাকবো। গত ২ বছর যাবত আমি অসংখ্য মোবাইল ফোন উদ্ধার করেছি।

চট্টগ্রাম এর আরও খবর: