রায়পুরের চরবংশীতে ন্যায্য মূল্যে টিসিবির পন্য বিক্রি।

 প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ০৪:১৬ অপরাহ্ন   |   চট্টগ্রাম


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি শরিফ হোসেন 

লক্ষীপুরের রায়পুরে ২ নং উত্তর  চরবংশী ইউনিয়নে জেলা প্রশাসকের  নিদের্শে সামাজিক  দূরত্ব বজায় রেখে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে।আজ বুধবার (২২ জুলাই) “মেসার্স নিউ ত্রয়ীশখ”কে  টিসিবির পণ্য বিক্রি করতে দেখা গেছে।


এ ব্যাপারে সার্বিক সহযোগিতা  প্রদান করেছে উত্তর চরবংশী ইউনিয়ের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন হাওলাদার। চেয়ারম্যান সাহেব বলেন, আমার ইউনিয়ের হতদরিদ্র সাধারণ মানুষ ন্যায্য মূল্যে টিসিবির পণ্য পেয়ে  অত্যন্ত আনন্দিত।


আমি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে, এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের কাছে টিসিবির পণ্য  পৌছানের জন্যে।আমি অত্র ইউনিয়ের চেয়ারম্যান হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।ভবিষ্যৎতে অত্র ইউনিয়নের সাধারণ মানুষের পাশে আছি ও থাকবো।সাধারন মানুষ টিসিবির পণ্য পেয়ে অত্যন্ত আনন্দিত।


এব্যাপারে মেসার্স নিউ ত্রয়ীশখের ডিলার  সৈয়দ  এহ্তেশাম  হায়দার বাপ্পী বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে  প্রায় দুইশ পরিবারকে মসারি ডাল, সয়াবিন তেল ও চিনি দেয়া হয়েছে।কোনো অনিয়ম যাতে না হয়।এব্যাপারে আমি খুব সচেতন।তাই স্বশরীরে মাঠ পর্যায় থেকে টিসিবির পণ্য বিক্রি করছি।সাধারণ ক্রেতার মাজে  মো: মনির হোসেনকে টিসিবির পণ্য  পেয়ে অত্যন্ত  হাসোউজ্জ্বল দেখা যায়।

চট্টগ্রাম এর আরও খবর: