মৌলভীবাজারের চাঁদনীঘাট বাজার রোডস্থ ইয়াবাসহ আসামী গ্রেফতার।

 প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০৬:১৫ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


জায়েদ আহমেদ,স্টাফ রিপোর্টারঃ

পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর পরিচালনা সঙ্গীয় অফিসার এ,এস,আই মুকুন্দ দেববর্মা, এ,এস,আই আকতার হোসেন কং/৭৪৪ রুপক চন্দ্র দাস কং/১০২২ মোঃ আতাউর রহমান কং/৮৩ হাবিবুর রহমান জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজার ও এস, আই জিতেন্দ্র বৈষ্ণব, মাদকবিরোধী সেল, মৌলভীবাজার সহ বিশেষ অভিযান ডিউটি চলাকালীন সময় অদ্য ২৩/০৭/২০খ্রিঃ সময় ৫.৩০ ঘটিকায় সময় মৌলভীবাজার সদর থানাধীন ০৭নং চাঁদনীঘাট ইউ,পি এর চাঁদনীঘাট বাজারের রোডস্থ হইতে একজন আসামী ধৃত করা হয়। ধৃত আসামী নাম ১।শিবলু মিয়া (৩৭) পিতা-মৃত- রইচ উল্লা, সাং- সৈয়দপুর, থানা – ওসমানীনগর, জেলা – সিলেট -কে ২২ (বাইশ) পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে। বিঃদ্রঃ মাদকের বিষয় তথ্য দিয়ে( ডি,বি) মৌলভীবাজার কে সহায়তা করুন।

চট্টগ্রাম এর আরও খবর: