এস পি মিজানুর রহমান কে বিদায়ী সংবর্ধনা জানান সোনালী চাঁদপুর নিউজ ডট কম পএিকার পরিবার বর্গ

 প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০৬:৫০ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


নিউজ ডেক্স

চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্বে থাকা পদোন্নতি প্রাপ্ত এম পি জনবান্ধব মিজানুর রহমান কে বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন সোনালী চাঁদপুর নিউজ ডট কম অন লাইন পএিকা।


মঙ্গলবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে দুপুর ২ টার সময় এস পি পদোন্নতি ও শিল্প পুলিশ ময়মনসিংহ অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া সহ বিদায়ী সংবর্ধনা সন্মাননা পদক প্রধান করে বিদায়ী জানানো হয়েছে,


করোনা ভাইরাস প্রতিরোধে স্বাহা বিধি মেনে থাকার কারনে পুলিশ সুপার কার্যালযের প্রধান ফটকের সামনে খোলা মেলা দাড়িয়ে সন্মাননা পদকটি হাতে তুলে দেন সোনালী চাঁদপুর নিউজ ডট কম অন লাইন পএিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক এস আর শাহ আলম, সে সময় উপস্থিত ছিলেন পএিকার উপদেষ্টা মোঃ খায়রুল ইসলাম বিল্লাল, উপদেষ্টা মোঃ আবুল হোসেন মজুমদার ও পএিকার ব্যবস্হাপনা পরিচালক মোঃঁ জসিম উদ্দিন মিলন, একই সাথে এসপির সহধর্মিণী জেলা পুণাকের সহ সভা নেএী ঝুমা রহমানকেও বিদায়ী সংবর্ধনা পদক জানানো হয়েছে, ঝুমা রহমানের পদকটি এস পি মিজানুর রহমান নিজেই গ্রহন করেন।


বিগত তিন বছর যাবত তিনি চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন কালে গত বছর এস পির পদমর্যাদা লাভ করেন, এবং চাঁদপুর থেকে ময়মনসিংহ অঞ্চলের শিল্প পুলিশের পরিচালক হিসেবে দায়িত্ব পেযে আজ বৃহস্পতিবার তিনি জেলা পুলিশের বিদায়ী সংবর্ধনা আনুষ্ঠানিক ভাবে অনুুষ্ঠিত হয়ে বিদায়ী সম্পূণ করেন।


এস পি মিজানুর রহমান কে নিয়ে বহুু কিছু লেখার আছে যাহা জেলাবাসীর কাছে ম্বরণীয হয়ে থাকবে, কিন্তুু আমরা তাহার তিন বছরের কর্মকান্ড গুলি তুলে ধরবো, তবে শুধুু এতটুুকু বলবো তিনি প্রতিটি মানুষের মনের ভীতরে যায়গা করে নিযেছেন একজন সাধারণ মানুষের মমতা দিয়ে,

এস পি মিজানুর রহমানের নতুঁন কর্মস্হলে নিজেকে আরো উজ্জীবিত করবে এমন প্রত্যাশা সোনালী চাঁদপুর নিউজ ডট কম পএিকার তাই পএিকার পক্ষ থেকে আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন রহিলো।

চট্টগ্রাম এর আরও খবর: