নাটোর জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

জাহিদ হাসান
নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে ৭ টি থানা এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে ৭ হাজার গাছের চারা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নাটোর পুলিশ লাইন্স চত্বরে আনুষ্ঠানিকভাবে গাছের চারা লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর মীর আসাদুজ্জামান উপস্থিত ছিলেন, মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে জেলার সকল থানা এলাকায় পুলিশ সুপার লিটন কুমার সাহার নির্দেশনা ১০০০ করে গাছের চারা রেপণের কার্যক্রম শুরু করে।