নৌবাহীনি কন্টিনজেন্ট সন্দ্বীপ কতুক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০০ পরিবারের মাঝে ত্রান বিতরন।

 প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ১২:৩১ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


পুষ্প মজুমদারঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ কতৃক মগধারা ইউনিয়ন গুপ্তছড়া ঘাট সংলগ্ন বেড়িবাঁধ ১০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরন।উক্ত ত্রান বিতরন নেত্বত্ব দিয়েছেন সাব লেঃ ফারাবি সাদিক শুভ । 


ত্রান বিতরনের এক পর্যায় ঈদ সম্পর্কে জানতে চাইলে  সাব লেঃফারাবি সাদিক শুভ   বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা।

কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। তাই পশু কোরবানির পাশাপাশি মনের পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়াই আমাদের কর্তব্য।


তিনি আরো বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল।

তিনি আরো বলেন, মসজিদে জামায়াত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করে এবং করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নীতিমালা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেন।

চট্টগ্রাম এর আরও খবর: