করোনা ভাইরাস প্রতিরোধ কর্মসূচী গোবিন্দ পুর জনকল্যান ফাউন্ডেশন।

 প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ০৯:৪৯ অপরাহ্ন   |   চট্টগ্রাম



মেগনা থানা প্রতিনিধি, তারেক বাবুল

 করোনা ভাইরাসের জন্য গোবিন্দ পুর জনকল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে জীবানু ধংস কারী স্প্রে এবং ডেডল সাবান ভিতরন কর্ম সূচী চলছে।

মেঘনা উপজেলা গোবিন্দ পুর ইউনিয়নের 

গোবিন্দ পুর গ্রামে বাজার,মসজিদ, রাস্তা ঘাট,বাড়ীর আনাচে কানাচে সব যায়গায় এই স্প্রে করা হবে ইনসা আল্লাহ।

গোবিন্দ পুর জনকল্যান ফাউন্ডেশন এর সকল মেম্বার দের সাথে কথা বলে যানা গেছে সামনে এর চেয়ে ভালো কর্ম সূচী নিয়ে আসবে এই সংঘটন যেমন চাল,ডাল,তৈল,পিয়াজ,আলু হত দরিদ্র দের মাঝে ভিতর রন। আতংক নয় সবাই প্রতিরোধ গড়ে তুলুন। 

গোবিন্দ পুর জনকল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে  সব ধরনের সামাজিক মূলক কর্ম কান্ড চালিয়ে আসছে এবং চালিয়ে যাবে।

সবাই আমাদের জন্য দোয়া করবেন। 

আল্লাহ এই করোনা ভাইরাস থেকে সকল মানব জাতিকে হেফাজত করুক আমিন।

সৌজন্যে গোবিন্দ পুর জনকল্যান ফাউন্ডেশন।

চট্টগ্রাম এর আরও খবর: