রামগড়ে করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনায় ভ্রাম্যমান আদালতের জরিমানা, সেনাবাহিনী টহলের জোরদার।

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৯:৪০ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম




গুইমারা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ


খাগড়াছড়ির রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সামাজিক দুরত্ব বজায় রাখতে সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহীনী টহল জোরদার করেছে ১৪ ফিল্ড রেজিমেন্ট  আটিলারি সিন্দুকছড়ি জোন।


রবিবার সকাল থেকে  গুইমারা  সাবজোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির জি এর নেত্রত্বে সেনাবাহীনীর একটি টহল  দিনব্যাপি জনসজেতন কার্যক্রম পরিচালনা করেন রামগড়ে।এতে লেঃ আব্দূল আল সাদ  সহ রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও ম্যাজিস্ট্রেট  সজিব কান্তি রুদ্র অংশ নেয়।


এ সময় রামগড় বাজারে সরকারী আদেশ  না মেনে দোকান খোলা  রাখার অপরাধে  ৯ টি দোকান মালিককে  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সর্বমোট ৫৬০০ (পাঁচ হাজার ছয়শত) জরিমানা করেন, সহকারী কমিশনার (ভূমি)ও ম্যাজিস্ট্রেট  সজিব কান্তি রুদ্র।

চট্টগ্রাম এর আরও খবর: