আজিজুল হক মানিকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

 প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০, ০৯:৪০ অপরাহ্ন   |   চট্টগ্রাম




সাখাওয়াত হোসেন (ফেনী)

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান এফ এম আজিজুল হক মানিকের আম্মাজানের জানাজা ও দাফন সম্পন্ন হয় গতকাল (৪-১২-২০)সন্ধ্যায় ৫ ঘটিকায়।উক্ত জানাযায় ঘোপাল ইউনিয়ন ও ছাগলনাইয়া উপজেলার ধর্মপ্রান হাজার হাজার  মুসলমানের  অংশগ্রহণে  আজিজুল হক মানিকের পুরাতন বাড়ীর সামনে জাবালে নূর মসজিদের প্রাঁঙ্গনে জানাজা নামাজ পড়ার পর আমির উদ্দিন মাস্টার বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

আজিজুল হক মানিকের আম্মাজানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উল হায়দার চৌধুরী সহেল।

শোকাহত আজিজুল হক মানিককে আম্মাজানের রুহের মাগফেরাত কামনা করে ও জানাজায়  শরিক হতে আসেন,  পাঠান নগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার জুয়েল, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশাহ চৌধুরী, শুভপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সেলিম, দ্বীন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গনি আহম্মদ, বিআরডিভি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ঘোপাল ইউনিয়ন আ'লীগের সভাপতি আকতার হোসেন স্বপন, ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলম, ইউনিয়ন আ'লীগের সাংগঠনিক সম্পাদক সবুজ ভূইয়া,ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য শেখ আনোয়ার করিম, ইউপি সদস্য মাহবুব আলম হক সাব, ইউপি সদস্য জিয়া উদ্দিন শিমুল, ইউপি সদস্য শামীম, ইউপি সদস্য জুলকারনাইন আলম শিপন, ইউপি সদস্য ইদ্রিস মিলন,  যুবলীগের প্রচার সম্পাদক মোস্তফা (জানু), ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহীন মিয়া,রাধানগর ইউনিয়নের প্যনাল চেয়ারম্যান সালা উদ্দিন মজুমদার কামাল, ইউনিয়ন আ'লীগের সিনিয়র সহ সভাপতি আইয়ুব, মোহাম্মদ সেলিম সহ  আরো অনেক উপস্থিত ছিলেন।


আজিজুল হক মানিক ঘোপাল ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

চট্টগ্রাম এর আরও খবর: