মানুষকে সচেতন করা ও সি,পি,পি কতৃক প্রচারনা, আমানউল্ল্যা ইউনিয়ন কতৃক জীবাণু নাশক স্পে

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১২:০৮ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


পুষ্পেন্দু মজুমদার, সন্দ্বীপ প্রতিনিধি।

করোনা আতংকে এখন পুরা বিশ্ব।চট্টগ্রাম জেলার, সন্দ্বীপ উপজেলার আমানউল্ল্যা ইউনিয়ন তার ব্যাতিক্রম নয়।প্রতিদিন তারাই করে যাচ্ছে কোন না কোন কাজ।।আজ ও তারা বসে নেই, সমাজ কে সচেতন করার জন্য।


আজ আমানউল্ল্যা ইউনিয়ন, চেউরিয়া গ্রামে প্রতিটি বাড়িতে চলে কার্যক্রম।।

সি,পি,পি কতৃক আমানউল্ল্যা ৩ নং ইউনিট কাজ করে যাচ্ছে চোখে পড়ার মতো।গুপ লিডার মোঃ কিসমত করে যাচ্ছেন সারাদিন প্রচার।।


ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কতৃক জীবাণুনাশক ছিটানু চলছে সকাল থেকে বিকাল পর্যন্ত,তাদের সাথে আছে অত্র ওয়াডের মেম্বার মোঃ ইব্রাহিম।।


আসুন সবাই নিজের অবস্হান থেকে সচেতন হয়,করোনা থেকে বাঁচতে বাড়ি আসে, পাশে পরিষ্কার রাখি।

ঘরে থাকুন, নিরাপদ থাকুন।

চট্টগ্রাম এর আরও খবর: