সন্দ্বীপে কালাপানিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি পালন

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০২:০৬ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


পুষ্পেন্দু মজুমদার,সন্দ্বীপ প্রতিনিধি ঃ

করোনার অনাকাঙ্ক্ষিত ছোবলে চারদিকে ধেয়ে আসছে মৃত্যুর মিছিল। কেভিড-১৯ চিকিৎসায় কোন ওষুধ বা ভ্যাকসিন না থাকায় সাধারণ মানুষের মাঝে একরকম আতঙ্ক বিরাজ করছে। জনগণকে সচেতন করতে সারাদেশে চলছে লকডাউন আর সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রেখে থাকতে হচ্ছে হোম কোয়ারেন্টাইনে। করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে জনগণকে সচেতন করতে কালাপানিয়া ইউনিয়ন ছাত্রলীগ জীবাণুনাশক স্প্রে কর্মসূচি পালন করে।

 কালাপানিয়া ইউনিয়নে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলিম উল্যা সাহেদ ও সাধারণ সম্পাদক ইমরান সারোয়ার ইশাদ এর নেতৃত্বে সকাল থেকে সারাদিন ব্যাপী জনগণকে সচেতন করতে প্রতিটি হাট বাজার,মসজিদ এবং প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের যু্গ্ম-সাধারণ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ,ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপ সম্পাদক মারুফ আহমেদ শুভ ও ইউনিয়ন ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। 


ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান সারোয়ার ইশাদ বলেন, উপজেলা ছাত্রলীগের  নির্দেশে সম্প্রতি কোরোনা ভাইরাসের ভয়াবহতা থেকে জনগণকে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য এবং এই কার্যক্রম চলমান থাকবে।

চট্টগ্রাম এর আরও খবর: