নৌবাহিনী দেখলে লুকাচ্ছে,চলে গেলে বের হচ্ছে।

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৮:২১ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


পুষ্পেন্দু মজুমদার

সন্দ্বীপ প্রতিনিধি ঃ

কড়াকড়ি আরোপ করে ও সন্দ্বীপ এর বিভিন্ন হাট বাজার থেকে উৎসুক জনতাকে নিয়ন্তনে আনতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।যৌক্তিক কোন কারন ছাড়াই রাস্তায় ভিড় করছে সাধারন মানুষ।


যতক্ষণ নৌবাহিনী ও পুলিশ রাস্তায়, ততক্ষন আড়ালে সাধারন মানুষ।একটু সড়লেই ভিড় লেগে আছে,মনে হয় যেন তাড়া যুদ্ব জয় করে এসেছে।


অথচ সাধারন মানুষকে ঘরে রাখতে নৌবাহিনী ও পুলিশ সকাল থেকে রাত পর্যন্ত টহল দিয়ে যাচ্ছে।


কিছু অসাধু ব্যাবসায়ি সরকার এ নির্দেশ অমান্য করে দোকান,পাট খোলা রেখে চলছেন।যতক্ষন না আমরা সচেতন হবো, ততক্ষন পর্যন্ত কোন নাগরিক এ নিরাপদ নয়।


নৌবাহিনী ও পুলিশ  টহল দেওয়ার পর দেখুন রাস্তা একদম ফাঁকা।


আসুন সবাই সচেতন হয়।

নিজে বাঁচি,অন্যকে বাঁচায়।

চট্টগ্রাম এর আরও খবর: