ফটোসেসন কে যারা ভয় পায়,মধ্যবিত্ত তারায়।।

পুষ্পেন্দু মজুমদার
সন্দ্বীপ প্রতিনিধি ঃ
সন্দ্বীপের মাননীয় সংসদ সদস্য দ্বীপরত্ন অালহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি মহোদয়ের ব্যক্তিগত তহবিল হতে সন্তোষপুরে ২য় বারের মত দেয়া হলো খাদ্য সামগ্রী।
কর্মহীন,মধ্যবিত্ত যারা মান সন্মানের লজ্জায় মানুষকে বলতে পারেন না, তাদের তথ্য সংগ্রহ করেন সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মাহফুজুর রহমান সুমন।
সেই তথ্যের ভিত্তিতে সেসব বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে,হোন্ডা করে মানবতাবাদী সন্তোষপুর ইউনিয়ন এর ছাত্রলীগের সভাপতি মুজাহিদ রিজবী।
মানবতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।