বুড়িচংয়ে করোনা ভাইরাসে দুই শিশু আক্রান্ত।

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৫:৪০ অপরাহ্ন   |   চট্টগ্রাম


মারুফ হোসেন-বুড়িচং ( কুমিল্লা)  প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামের দুই শিশু করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত  ২ শিশুর নাম আব্দুল্লাহ(৭) ও আব্দুর রহমান সুদাইস(৪)।

৯ ই এপ্রিল  বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু। তিনি বলেন এই দুই শিশুর  নমুনা সংগ্রহ করার পর পরিক্ষায় প্রজেটিভ এসেছে।


এছাড়াও বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান ও বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক পিপিএম ঘটনাস্থল সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। দুইটি বাড়ি পূর্ব থেকে  লকডাউন করা আছে । 


কিছুদিন আগে তাদের দাদী ও মৃত আবদুল কাদির ড্রাইভারের স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা করোনা ভাইরাস হাসপাতালে ইন্তিকাল করেছেন। নিহতের মৃতদেহ গ্রামের বাড়ীতে আনতে দেয়নি কুর্মিটোলা হাসপাতাল কতৃপক্ষ। মৃত দেহ আনজুমানে মফিজুল ইসলামের দায়িত্বে দাফন করা হবে। 


শিশু আক্রান্ত  বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডাক্তার নেয়াতুজ্জামান।

চট্টগ্রাম এর আরও খবর: