ফোন করলেই গোপনে মধ্যবিত্তের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেবে হরিশপুরের চেয়ারম্যান

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৬:৩৯ অপরাহ্ন   |   চট্টগ্রাম


পুষ্পেন্দু মজুমদার.

সন্দ্বীপ প্রতিনিধি ঃ

প্রিয় হরিশপুরবাসী,

করোনা প্রতিরোধে চলমান পরিস্থিতিতে যাদের ঘরে খাবার নেই,লোক লজ্জা সামনে আসছেন না,চেয়ে নিতে ও পারছেন না,এমন পরিস্থিতিতে আয় রোজগার করতে পারছেন না,সরকারি বা দানশীল ব্যক্তির নিকট থেকে সহযোগিতা গ্রহন করতে পারছেন না।  


- এ রকম কেউ থাকলে আমাকে আপনার সন্তান/ভাই মনে করে নিম্ন লিখিত নাম্বার সমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি - (২৪ ঘন্টা খোলা)

০১৭১১-৩৯৫৮৪১, ০১৮১৫৫০১৭৩০, ০১৭১৩৬৩৫৮৫২


কথা দিচ্ছি ছবি তো দূরের কথা আপনার পরিবার ও জানবে না। যে সকল ব্যাগে বর্তমানে খাদ্য সামগ্রী বিতরন হচ্ছে সে রকম ব্যাগে ও দিবো না। 


ঘরে থাকুন, সুস্থ থাকুন।


এম এ ছালাম 

  চেয়ারম্যান

৮ নং হরিশপুর ইউনিয়ন পরিষদ।

চট্টগ্রাম এর আরও খবর: