মহামারি দূর্যোগ মানবতার হাত বাড়িয়ে দিলো সন্তোষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০১৫ ব্যাচ।

পুষ্পেন্দু মজুমদার.
সন্দ্বীপ প্রতিনিধি ঃ
পড়ালেখার খরচ থেকে টাকা কাটঁছাঁট করে যারা সম্পূর্ণ নিজ উদ্যোগে মধ্যবিত্ত অসহায় মানুষের সাহায্যে এগিযে এসেছে সন্তোষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি-২০১৫ ব্যাচের একঝাঁক তরুণ।
আজ ০৯.০৪.২০২০ ইংতারিখে তারা সন্তোষপুর,আমানউল্যা ও গাছুয়ার ২০ টি পরিবাবের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু,১ কেজি পিয়াঁজ,১ লিটার তেল,১ কেজি আটা ও আধা কেজি ডাল বিতরণ করে।
ছাত্রদের হাতে আরও কিছু টাকা আছে। সামনে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে, ওরা চাচ্ছে আরো কিছু টাকা জমিয়ে মানবতার সেবা করে যাবে।
নাম প্রকাশে অনুচ্ছুক এক জন বললো আমরা বেকার,যারা এই সমাজের বিত্তসালি আছে,ওনারা যদি এগিয়ে আসে আমাদের সন্দ্বীপ এ কাউকে অভূক্ত থাকতে হবে না।
তবে দেশবাসির প্রতি অনুরোধ করেছে,আপনারা সরকারে নিয়ম মেনে চলুন,ঘরে থাকুন।