গোবিন্দ পুর জনকল্যান ফাউন্ডেশন মানে গরিব দুঃখী মানুষের সংঘটন।

রিপোর্টার, তারেক বাবুল,
মেঘনা উপজেলা গোবিন্দপুর জনকল্যান ফাউন্ডেশনের উদ্দ্যেগে করোনা ভাইরাস উপলক্ষে,চাল,ডাল,আলু,লবন,পিয়াজ,তৈল নিয়ে ২৫০ ফ্যামিলীর পাশে দারিয়েছে সংঘটনের সকল মেম্বার, তাদর সাথে কথা বললে তারা বলে আমাদের এই ত্রান সামগ্রী বিতরণ হত দরিদ্র দের মাঝে চলমান থাকবে সংগঠনে যারা দেশ এবং বিদেশ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সংগঠনের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন,
সংঘটনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম ভূইয়া, দিলারা শিরিন,প্রতিষ্ঠাতা জালাল আহমেদ, মোঃ মনির হোসেন শিকদার, মোঃ মনির হোসেন সর্নকার,রমজান,মহসিন,
জহির,সেলিম ,রাব্বি, অহিদ,ইমন,রনি,আরো অনেকেই সংগঠনের এই ত্রান সামগ্রী হত দরিদ্র দের ঘড়ে ঘড়ে পৌঁছে দেয়।
সংগঠনের সবাই দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন যেনো ভবিষ্যতে এর চেয়ে ভালো কিছু জনগণের মাঝে নিয়ে আসতে পারে। সংগঠনের পক্ষ থেকে দেশ বাসীর জন্য দোয়া করা হয় যেনো আল্লাহ সবাইকে করোনা ভাইরাস থেকে ক্ষমা করে দেন।আমিন।