অসহায় মানুষের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলো সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপ সম্পাদক শুভ

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১২:৫৪ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


পুষ্পেন্দু মজুমদার,সন্দ্বীপ প্রতিনিধি ঃ

সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপ সম্পাদক মারুফ আহমেদ শুভ করোনা ভাইরাসে সৃষ্ট কর্মহীন অসহায় শতাধিক মধ্যবিত্ত  পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।


এ ব্যাপারে মারুফ আহমেদ শুভ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে এলাকায় মধ্যবিত্ত পরিবারের সদস্যরা না পারছে লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে, না পারছে কারো কাছে সাহায্য চাইতে এই বিষয়টা আমি উপলব্ধি করে নিজের সাধ্যমত  ব্যাক্তিগত তাহবিল হতে আমার নিজ এরাকা কালাপানিয়া  ৫৬  পরিবারের হাতে খাদ্য সামগ্রী  দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ও দিয়েছি।


আগামী পবিত্র মাহে রমজানে ঠিক একই ভাবে মধ্যবিত্ত  পরিবারের হাতে ইফতারের সামগ্রী তুলে দেওয়ার  প্রস্তুতি নিচ্ছি এবং ইফতারি সামগ্রী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিবো ইনশা'আল্লাহ।


আরো বলেন,প্রত্যকে প্রত্যক এর জায়গা থেকে এগিয়ে আসবেন।ঘরে থাকবেন, সুস্হ থাকবেন।


 বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে নিজের সাধ্য অনুযায়ী অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছি।

চট্টগ্রাম এর আরও খবর: