জীবাণুনাশক স্প্রে করলো উপজেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন জিহাদ

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১০:৫২ অপরাহ্ন   |   চট্টগ্রাম



করোনার অনাকাঙ্ক্ষিত ছোবলে চারদিকে ধেয়ে এসেছে মৃত্যুর মিছিল।এই মহামারী কেভিড-১৯ একটি ছোঁয়াচে রোগ হওয়ায় চিকিৎসকরা এখনো কোন ওষুধ বা ভ্যাকসিন তৈরি করতে না পারায় সাধারণ মানুষের মাঝে একরকম আতঙ্ক বিরাজ করেছে। জনগণকে সচেতন করতে সারাদেশে চলছে লকডাউন আর সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রেখে থাকতে হচ্ছে হোম কোয়ারেন্টাইনে।


এমতাবস্থায়  করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে জনগণকে সচেতন করতে এগিয়ে এসেছে  সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ নেতা এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জিহাদ।


ইতিমধ্যে  বিভিন্ন ময়লাযুক্ত স্থান ও হারামিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি পালন করেছে।


শনিবার (১১ এপ্রিল) সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন জিহাদ এর নেতৃত্বে সকাল থেকে সারাদিন ব্যাপী জনগণকে সচেতন করতে ইউনিয়নের মাছ বাজারগুলি ও চৌমহনী বাজার ও মসজিদ সহ প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়।

  সাজ্জাদ হোসেন জিহাদ বলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ও সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সহযোগিতায় সম্প্রতি করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে আমাদের এলাকা ও আমাদের চারপাশের জনগণকে একটু সেভ ও সচেতন করাই আমাদের প্রধান লক্ষ্য এবং এই কার্যক্রম চলমান থাকবে যতদিন পর্যন্ত মহামারী করোনা থেকে বাংলাদেশ মুক্তি না পাবে।

চট্টগ্রাম এর আরও খবর: