টেকনাফে ভূমি ম্যাজিস্ট্রেট ও নৌবাহিনীর অভিযানে মোবাইল কোর্টে ১০ জনকে ১৯,৫০০/- টাকা জরিমানা",

সাইফুল ইসলাম-টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফ উপজেলার সাবরাং বাজার,নয়া পাড়া বাজার,ও পৌরসভা সহ বিভিন্ন বাজারে জেলা প্রসাশনের নির্ধারিত অাইন অবমাননা করে বিনা কারণে বাড়ি থেকে বের হয়ে খেলাধুলা করায় ও সড়কে লাইসেন্সবিহীন মোটরসাইকেলে ২ জন একসাথে থাকার কারণে এবং এছাড়াও টেকনাফে গ্রিনফিল্ড স্কুল এন্ড কলেজে সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় এক শিক্ষককে জরিমানা করা হয় ও ভবিষ্যতে আর না করার জন্য সতর্ক করা হয়। উপজেলা প্রসাশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ জনকে ১৯,৫০০/- টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।আজ রবিবার বিকাল ৪:০০ দিকে টেকনাফ উপজেলার সাবরাং,নয়া পাড়া ও পৌরসভায় বিভিন্ন এলাকায় যৌথ অভিযানে করোনা ভাইরাস "মহামারির" থেকে বাঁচাতে জনসচেতনতা মূলক প্রতিদিনের ন্যায় আজ ও অভিযান পরিচালনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি "আবুল মনসুর", বাংলাদেশ নৌবাহিনীর টেকনাফ দায়িত্বরত ল্যাপ্টেন কমান্ডার " ইমরান" টেকনাফ মডেল থানার এস আই "বোরহান" সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।টেকনাফ উপজেলার সাবরাং,নয়াপাড়া এবং পৌরসভার বিভিন্ন এলাকায় অকারণে বের হয়ে ঘুরাঘুরি করতে নৌবাহিনী, পুলিশ সহ অভিযান পরিচালনা করা হয়।তাছাড়া, সাবরাং ইউনিয়নে বিভিন্ন মসজিদে ইমাম মুসল্লীদের সরকারি নির্দেশনা অনুযায়ী মসজিদে সীমিত পরিসরে জামাত আদায়ের জন্য করজোড়ে অনুরোধ জানানো হয়।