কর্মস্থলে যোগদানকৃত সেনা সদস্যদের জন্য গুইমারায় হোমকোয়ারেন্টাইন চালু,

গুইমারা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারা শহীদ লেঃ মুশফিক বিদ্যালয়কে হোমকোয়ারেন্টাইন হিসেবে চালু করা হয়েছে।এতে ২৪ আর্টিলারী ব্রিগেড ও ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের যেসব সেনা সদস্যরা ছুটি ও বিভিন্ন কোর্স থেকে আসবে তাদের সুরক্ষা ও পর্যবেক্ষণের জন্য ১৪ দিন হোমকোয়ারেন্টানে রাখা হবে বলে সেনাবাহীনী সূত্রে নিশ্চিত করেছে।
২৪ আর্টিলারী ব্রিগড গুইমারা রিজিয়নের উদ্যোগে সোমবার বিকাল থেকে সিন্দুকছড়ি জোনের দায়িত্বরত চিকিৎসকগন কর্মস্থলে যোগদানকৃত ৬০ জন সেনা সদস্যদের তালিকা প্রনয়ন, প্রাথমিক পর্যবেক্ষণ ও পরীক্ষা করে ১৪ দিনের জন্য এ বিদ্যালয়ে হোমকোয়ারেন্টান প্রদান করেছে ।
এসময় গুইমারা সাবজোন অধিনায়ক মেজর জুনায়েত বিন কবির জি সহ জোনের আর এমও ক্যাপ্টেন মোহাম্মদ উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ্য মরন ঘাতক করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষের মাঝে জনসচেতন মূলক কার্যক্রম করছেন সেনাবাহীনী। পাশাপাশি ছুটি ও বিভন্ন কোর্সে থেকে আগত সেনা সদস্যদের সু রক্ষায় এই কোয়ারেন্টাইণের ব্যবস্থা করেছে গুইমারা রিজিয়ন।
দিদারুল আলম,গুইমারা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
০১৫৫৬৬০৫৫৫২ তারিখ- ১৩-০৪-২০২০