সঠিক উজন, নায্য মূল্যে পাচ্ছে চাল,

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৪:৪৯ অপরাহ্ন   |   চট্টগ্রাম


পুষ্পেন্দু মজুমদার.

সন্দ্বীপ প্রতিনিধি ঃ

নায্য মুল্য চাল বিতরন আমানউল্ল্যা,সন্দ্বীপ। 

চারিদিকে যখন শুনি চাল বিতরনে অনিয়ম,উজনে কম দেওয়া, তখনই শুনতে  পায় আমানউল্ল্যা ইউনিয়নে ন্যায্য মূল্য চাল বিতরন হবে।।


সকাল ৯.৩০ মিনিট সরেজমিন গিয়ে দেখতে পায় ডিলার মো: ইদ্দিস আলম আবু, চাল বিতরন করছেন।।প্রথমত ইদ্দিস ভাইয়ের কাছে জানতে চাই আপনি কত করে নিচ্ছেন,এবং চাল কত কেজি করে দিচ্ছেন,উনি আমাকে বলেন ৩০০ টাকা করে,চাল ৩০ কেজি।উনি আমাকে প্রতিটি চাউলের বস্তা দেখিয়ে বলেন,আমাকে যেই ভাবে দেওয়া হয়েছে ঠিক সেই ভবে আছে।


নায্য মূল্য চাল নিতে আসা বাবু বিকাশ সূত্রধর, মোঃ জহির, নিলুফা বেগমকে জিঙ্গাসা করলে উনারা বলেন আমরা ৩০ কেজি চাল পাচ্ছি, ৩০০ টাকা করে নিচ্ছে।উনাদের কাছে আরো জানতে চাই ডিলার মোঃইদ্দিস আপনাদের কাছে বাড়তি টাকা কখনো চেয়েছিলো কিনা,উনারা বলেন, না।ভালো লাগলো যেই খানে সব সময় খারাপ খবর শুনি, সেই খানে ভালো মানুষ এখনো আছে।

চট্টগ্রাম এর আরও খবর: