কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে কলেজ ছাত্রের মৃত্যু,

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০৯:৩১ অপরাহ্ন   |   চট্টগ্রাম


মারুফ হোসেন- কুমিল্লা প্রতিনিধিঃ   

কুমিল্লার দেবিদ্বারে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুলাল ভূইয়া নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জ্বর-সর্দির সঙ্গে তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


দুলাল ভূইয়া উপজেলার বড়শালঘর গ্রামের কালু মিয়া ভূঁইয়ার ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।কিছু দিন ধরে তার জ্বর-সর্দি ছিল বলে পরিবারের লোকজন জানান। সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন


তিনি আরও জানান, পরিবারের দাবি অনুসারে করোনার নানা লক্ষণ থাকার কারণে ওই কলেজছাত্রের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাড়িটি লক ডাউন করা হয়েছে। দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশের উপস্থিতিতে ওই কলেজছাত্রকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

চট্টগ্রাম এর আরও খবর: