কালকিনি অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন   |   অপরাধ ও আইন


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৯সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম এই অর্থদণ্ড দেন। 

উপজেলা প্রশাসন সাংবাদিকদের জানান, খাসেরহাট ব্রিজের নিচে আড়িয়াল খাঁ  নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ২ টি ড্রেজারের ২ জন কর্মীকে আটক করে এই জরিমানা আদায় করা হয়। এবং উক্ত ড্রেজারের ইঞ্জিনে বালি দিয়ে ইঞ্জিন বিকল করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখছে উপজেলা প্রশাসন।

অপরাধ ও আইন এর আরও খবর: