কালকিনিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন   |   অপরাধ ও আইন


কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।

মাদারীপুরের কালকিনিতে এক হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে জখমসহ নগদ সারে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত হোটেল ব্যবসায়ী মিরন সরদারকে চিকিৎসার জন্য উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের  করেছে ভুক্তভোগী পরিবার। 

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার এনায়েত নগর ইউনিয়নে ফরিদ মার্কেটের সামনে উক্ত হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও তার পরিবার সূত্রে যানা যায়, এনায়েত নগর ইউনিয়ন ৪ নং ওর্য়াডের বাসিন্দা সিকেম আলি সরদারে মেয়ের সাথে বিয়ে হয় একই এলাকার রবিউল সরদারের ছেলে রাসেল সরদারের সাথে। কিন্তু গত দুই মাস আগে রাসেল সরদার বিবাহ বিচ্ছেদ করেন। এতে করে মেয়ের পরিবারের পক্ষ থেকে রাসেল সরদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এসব বিষয় নিয়ে শুক্রবার স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের কথা থাকলে ও রাসেল সরদার শালিসে উপস্থিত হননি, এতে করে শালিস অনুষ্ঠিত না হওয়ায় রাসেল সরদারের ভাই মিরন সরদার (২৭)  উক্ত স্থান থেকে বাড়ি ফেরার পথে তার উপর দেশী অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা করে সিকেম আলী সরদারের তিন ছেলে মিলন সরদার, সাগর সরদার, সাগর সরদারসহ প্রায় সাত-আট জন । 

এসময়ে মিরন সরদারকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে তার কাছে থাকা সারে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। খবর পেয়ে আহত মিরন সরদারকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনরা। আহত মিরন সরদার হামলা কারীদের বিচার ও তার সারে তিন লাখ টাকা উদ্ধারের দাবি জানান প্রশাসনের কাছে। 

এবিষয়ে কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম সোহেল রানা বলেন, এবিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরাধ ও আইন এর আরও খবর: