মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারকে পৌরসভার প্রশাসক নিয়োগ
কাজী ওহিদ,
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৮ এর সংশোধনত্রুমে অনুযায়ী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পৌর পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করতঃ স্থানীয় সরকার ( পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৪২ এর সংশোধনত্রুমে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২২ এর ধারা ৯ অনুযায়ী সরকার ২৪ মে -২০২২ মঙ্গলবার স্মারক নং-৪৬,০০,০০০০,০৬৩,১১,০২৭,২২,৬৩৩/১(১৫) মোতাবেক মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদকে পৌর প্রশাসক নিয়োগ প্রদান করেছেন।
এখন হতে আগামী ১৫ জুন নির্বাচনে নতুন মেয়র নির্বাচিত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার (পৌরসভা) আইন,২০০৯ ও সংশ্লিষ্ট বিধি বিধান অনুযায়ী নিয়োগ প্রাপ্ত পৌর প্রশাসক পৌরসভার সার্বিক দায়িত্ব ও কর্মকান্ড পালন করবেন।