অখন্ড ভারতে ফরিদপুরের সুফি সাহেব নামে খ্যাত, সুফি আব্দুল খালেক খান পাঠান (রহ.) এর বড় সাহেবজাদা, শাহ মোহাম্মাদ এনামুল হক খান পাঠান (শাহসাহেব নামে যিনি সবার কাছে পরিচিত ছিলেন) ২০১৮ সালের এই দিনে (২৬ এপ্রিল ) মহান আল্লাহ তা‘আলার ডাকে সাড়া দিয়ে এই ধরাধাম ত্যাগ করে নিজ রবের দরবারে যাত্রা করেছিলেন।
শাহ মোহাম্মাদ এনামুল হক খান পাঠান (শাহসাহেব) গোপালগঞ্জ জেলার, মুকসুদপুর থানার বেজড়া গ্রামের সম্ভ্রান্ত পাঠান পরিবারে জন্ম নেন।
দৈনিক অর্থনীতির কাগজ এর বার্তা সম্পাদক এহছান খান পাঠান এর পিতা শাহ মোহাম্মাদ এনামুল হক খান পাঠান (শাহসাহেব) একজন আলেম ছিলেন। তিনি বেজড়া ভাটরা সিদ্দিকীয় মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন।
পিতার বিদেহী আত্মার জন্য সবার কাছে দোআ চেয়েছেন দৈনিক অর্থনীতির কাগজ এর বার্তা সম্পাদক এহছান খান পাঠান।
অর্থনিতিকাগজের বার্তা সম্পাদক এহছান খান পাঠান এর পিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিক আজ
