গোপালগঞ্জ মুকসুদপুরের গর্ব তানিয়া হক শোভার উদ্যোগে কৃষকের ধান কাটার প্রোগ্রাম চলছেই।

 প্রকাশ: ১৪ মে ২০২০, ০১:৫৮ পূর্বাহ্ন   |   মুকসুদপুর


প্রতিবেদক: মোঃ রফিকুল ইসলাম।


দক্ষিণ মুকসুদপুরের কৃতি সন্তান"তানিয়া হক শোভা"র উদ্যোগে দরিদ্র কৃষকের ধান কাটার প্রোগ্রাম চলছে নিরবধি ।

জানা যায়, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার অন্তর্গত ঝুটিগ্রামের তানিয়া হক শোভা (যিনি প্যানেল‌ চেয়ারম্যান, গোপালগঞ্জ জেলা পরিষদ এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ যুব মহিলা লীগ,কেন্দ্রীয় কমিটি) নিজস্ব উদ্যোগে কৃষাণ দিয়ে অসহায় ও দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছেন ।এর আগেও তার নিজ গ্রাম ঝুটিগ্রামে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছেন।

দরিদ্র বাচ্চাদের জামা কাপড় দেয়া,লেখাপড়ার খরচ চালানো, বিভিন্ন ধর্মীয় উৎসবে দরিদ্র মানুষকে আমন্ত্রণ জানিয়ে দু'মুঠো ডাল-ভাত খাওয়ানো 

ইত্যাদি ।

এতে এলাকাবাসী সহ সকলেই যারপরনাই খুশি।এক মুরুব্বিরকে বলতে শোনা গেল-"সমাজের সকল বিত্তবানরা যদি মা তানিয়ার মতো অসহায়ের সহায় হতো, তাহলে সমাজে এতোটা অসঙ্গতি থাকতো না" ।

বেঁচে থাকুক মানবতা,ভালো থাকুক সকল ভালো মানুষগুলো..."জয় বাংলা,জয় বঙ্গবন্ধু"...

মুকসুদপুর এর আরও খবর: