ঘুরে যেতে পারেন মুকসুদপুরের নওহাটা থেকে

 প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০৩:৫৫ পূর্বাহ্ন   |   মুকসুদপুর


প্রতিবেদকঃহৃদয় হোসেন রত্ন,
বসন্তের এই মৃদু হাওয়ায় ভ্রমণপিপাসুদের ভ্রমণ করার তীর্থ সময়।
নানান জায়গায় ঘুরে ঘুরে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমার এই বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করা হয় এ মৌসুমে।
এই মৌসুমে আপনিও ঘুরে যেতে পারেন আমাদের মোচনা ইউনিয়ন এর নওহাটা গ্রামের সূর্যমুখী বাগানে।
নওহাটা ও ডুমরিয়া গ্রামের মাঝামাঝি আবাদি ধানী জমির সবুজ ধানের ছেয়ে আছে সমগ্র পাথার জুরে, তারই পাশে কলই ক্ষেতের মাঝে সরিষার হলদে ফুল তাহার মাঝে বিশাল বিশাল সূর্যমুখী ফুলে সে এক অসামান্য দৃশ্য।
আমাদের মুকসুদপুরের ভ্রমণপিপাসুরা চাইলেই ঘুরে যেতে পারেন নওহাটা ডুমুরিয়ার মাঝের এই পাথারে।
কঠুরাকান্দি ও ডুমুরিয়া ব্রিজ পর্যন্ত যে রাস্তাটা আছে তার দুপাশে বিস্তীর্ণ ধানক্ষেত  ও এই সূর্যমুখী বাগানের জন্য একটি বিকাল  কাটানোর সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে।
যাতায়াতের রাস্তা ও খুব সুন্দর।
সেজন্য সকলের আমন্ত্রণ রইল ঘুরে যাবেন আমাদের নওহাটা থেকে‌।

মুকসুদপুর এর আরও খবর: