মোচনা ইউনিয়নের মুজিব বর্ষ উদযাপন

রিপোর্টে,
হৃদয় হোসেন রত্ন ঃ
আজ ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে সারা দেশে নানান উদ্যোগের মাধ্যমে উদযাপন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে কেক কাটা ও আলোচনার মাধ্যমে এ দিবস উদযাপন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় নওহাটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বারবার নির্বাচিত ১৩নং মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ দেলোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিরু আলী মীর। সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি নাসির উদ্দীন খন্দকার ও পরিচালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রেন্টু।
এছাড়া উপস্থিত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া, ওবায়দুর রহমান লিটন, নজরুল ইসলাম রজো,কামরুল ইসলাম, কামরুজ্জামান টুল্টু,ডাঃ নুর আলম চুন্নু, জাহাঙ্গীর, নজরুল ইসলাম লাবলু,মানিক মোল্লা, সাহা আলম মিয়া, মতিন শেখ, মুক্তি যোদ্ধা হিরু শেখ, রিপন মোল্লা, হানিফ মোল্লা, হাজি হাদিস শেখ, ইদ্রিস শেখ, বাবু রায়, এবাদত শেখ, হাবিবুর রহমান হবি শেখ। সবাই আগামী দিনে মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিকে আরও শক্তিশালী করে গড়ে তোলার অঙ্গীকার প্রদান করেন এবং গোপালগঞ্জ ১(মুকসুদপুর- কাশিয়ানী ) আসন থেকে বার বার বিজয়ী সংসদ সাবেক সফল মন্ত্রী। বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা মুহাম্মদ ফারুক খান (এমপি)। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যখন যে দিক নির্দেশনা দেন সবাই এক সাথে কাজ করবে।একমত পোষন করেন