ইউনিয়ন চেয়ারম্যান এর করোনা নিয়ে কর্মসূচি

 প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৩:১৪ পূর্বাহ্ন   |   মুকসুদপুর




স্টাফ রিপোর্টার , মোঃ আজাদ মুন্সী ,  সাভার,ঢাকা ।

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বহুগ্ৰাম ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এর উদ্ধেগে করোনা ভাইরাস নিয়ে কিছু কর্মসূচি তুলে ধরা হলো ।  

প্রিয় রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধা ও 

বহুগ্রাম ইউনিয়ন বাসী শুভেচ্ছা নিবেন,


আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি আপনারা খুব প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবেন না।আপনাদের পরিচিত কেউ সদ্য বিদেশ থেকে আসলে তাদের কে কমপক্ষে ১৪ দিন ঘরে থাকার বিষয়ে অনুরোধ করেন না শুনলে নিকটস্থ থানায় খবর দিবেন।


প্রয়োজনে আপনারা  যারা বাজারঘাট অফিস আদালতের কাজে বাইরে  বের হন থেকে তারা ঘরে আসলে অবশ্যই  প্রত্যেকে যেকোন কাপড় কাচা সাবান/ডিটারজেন্ট পাউডার /হ্যান্ড ওয়াশ 

দিয়ে হাত ধুঁয়ে ঘরে প্রবেশ করতে বলবেন। ঘরে থাকলে ও বার বার হাত ধোঁয়া অব্যহত রাখবেন।


যারা চাকরি বা অন্য কাজে বাসার বাইরে বের হন তারা হ্যান্ড স্যানিটাইজার/হেস্কিসল সাথে রাখতে পারেন। 


আপাতত অতিথিদের বাড়ীয়ে আসার জন্য নিরুৎসাহিত করুন।নিজেরাও যাওয়া বন্ধ করেন।কারও সাথে হাত মেলানো থেকে, কুলাকুলি থেকে বিরত থাকুন।


হাচি কাশি আসলে বাহু দিয়ে/ টিস্যু দিয়ে/ রুমাল দিয়ে মুখ বন্ধ করুন।ব্যবহৃত টিস্যু ডাস্টবিনে ফেলুন। 


জ্বর আসলে আতঙ্কিত না হয়ে বাসায় একদম সবার থেকে দূরত্ব বজায় রেখে রেস্টে থাকুন। ব্যবহৃত পোশাক অন্য কেউ যাতে না ব্যবহার না করে সেদিকে লক্ষ রাখুন।জ্বর সর্দি কাশি দীর্ঘমেয়াদি হলে অর্থাৎ কমপক্ষে ৫/৭  দিন অতিবাহিত হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।অথবা ৩৩৩ নাম্বারে কল করুন। 


প্রচুর পরিমাণে ভিটামিন সি, ডি, এ যুক্ত খাবার খান। বিশেষ করে মাছ মাংস ডিম সবজি এগুলো বেশি করে আগুনে জ্বালিয়ে রান্না করে খান।কাঁচা তরকারি খাওয়া থেকে বিরত থাকুন।


কমলালেবু, লেবু,গরমপানি, গরুর কলিজা,মিস্টি কুমড়া,সামুদ্রিক মাছ,দেশি মুরগীর মাংস, করোলা,শাক সবজি সবুজ ফল মূল খেতে পারেন। ডাব পেঁপে সহ তরল খাবার বেশি করে খান।

মাঝে মাঝে কুসুম গরম পানি পান করুন।


শিশুদের নিরাপদ রাখুন।

বৃদ্ধ /বৃদ্ধা দের প্রতি বিশেষ নজর রাখুন।তাদের সুষম খাবার প্রদ্রান করুন।

নামাজ সহ ধর্মীয় ইবাদত ঘরেই আপাতত পালন করুন।

যেখানে সেখানে থু থু ফেলবেন না।ঘরবাড়ি পরিষ্কার পরিছন্ন রাখুন। 


মনে রাখবেন এই বিপদ আমার আপনার সকলের জন্য। সুতরাং সকলে মিলেমিশে এই বিপদ থেকে রক্ষা পেতে কাজ করতে হবে।কেউ গুজবে কান দিবেন না।

বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোন চিকিৎসা নেওয়া থেকে বিরত থাকুন।অতীতে অনেক প্রাকৃতিক দূর্যোগ ও মহামারী থেকে এই দেশকে সৃষ্টিকর্তা রক্ষা করেছেন নিশ্চয়ই এবারেও রক্ষা করবেন।


বহুগ্রাম ইউনিয়ন পরিষদ এর সকল সদস্য দের প্রতি অনুরোধ রইলো আপনারা আপনাদের আশেপাশে নজর রাখবেন।কেউ অসুস্থ হলে নিজেকে নিরাপদ রেখে উপকার করবেন। নিকটস্থ বাজারে অতিরিক্ত মূল্য রাখলে সাথে সাথে পুলিশ প্রশাসন কে অবহিত করবেন। তবে কোন ভাবেই নিজেরা কলহ বিবাদে জড়াবেন না। আবারও বলছি পুলিশ কে অবহিত করবেন।কোন গরীব দুস্ত অসহায় মানুষের খাবার ও চিকিৎসা সমস্যা হলে স্ব উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং প্রয়োজনে আমাদের সহোযোগিতা নিবেন। যে কোন বিপদসংকুল সময়ে মানুষের পাশে থাকা দেশের জন্য কাজ করাই হলো রাজনৈতিক নেতা কর্মীদের সবচেয়ে বড় মানবিক দায়বদ্ধতা। আমরা নিশ্চয়ই দেশের দশের প্রয়োজনে সদাজাগ্রত থাকবো ইনশাআল্লাহ। 


নিশ্চয়ই মহান আল্লাহ আমাদের জন্য সহায় হবেন। 


মুকসুদপুর এর আরও খবর: