আনুষ্ঠানিকতার বর্ষ পূর্তিতে দক্ষিণ মুকসুদপুরের প্রানের সংগঠন - " স্বপ্নসারথি ফাউন্ডেশন"

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২০, ০৮:৩২ পূর্বাহ্ন   |   মুকসুদপুর


 নিজস্ব প্রতিবেদকঃ

দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশিত মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসারথি ফাউন্ডেশন আজ ১১ আগস্ট 

১ম বর্ষ পূর্তিতে পা রাখলো! গত এক বছরে সফলতার স্বর্ন শিখরে আরোহন কারী এ সংগঠনটি এগিয়ে যাচ্ছে দূরন্ত গতিতে!  গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দক্ষিণ মুকসুদপুরের এক ঝাক তরুণ তরুণীর সমন্বয়ে গঠিত এ সংগঠনটি গত এক বছরে 

মোট ১২ টি কার্যক্রম করেছে সংগঠনের প্রথম বছরে যেটা ঈর্ষনীয় সাফল্য! সংগঠনের প্রথম মিটিং হয় ৪ জুন,২০১৯।  

মজার ব্যাপার হলো স্বপ্নসারথি

ফাউন্ডেশন দক্ষিণ মুকসুদপুরের 

জনসাধারণের মাঝে এতোটা ব্যাপক ভাবে সাড়া ফেলতে পেরেছে যেটা দক্ষিণ মুকসুদপুরের জন্য অভূতপূর্ব সাফল্য ! 

স্বপ্নসারথির প্রথম বর্ষ পূর্তি উপলক্ষ্যে সভাপতি রফিকুল ইসলাম বলেছেন  ঃ "দরিদ্র ও অসহায় মানুষের সংগঠন স্বপ্নসারথি,এটা একটি স্বপ্নের নাম! 

সংগঠন টির সম্মানিত উপদেষ্টা জনাব বদরুজ্জামান এজাজ বলেছেন  ঃ 

" স্বপ্নসারথি ফাউন্ডেশন ভালো কাজের সাথে ছিলো এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ"!!! 

এখানে উল্লেখ্য যে ঃ গত বছর ১১ আগস্টে হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে

২৫ জন অসহায় মানুষকে ঈদ বস্ত্র বিতরনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুভ পথ চলা শুরু হয় স্বপ্নসারথি ফাউন্ডেশনের।

মুকসুদপুর এর আরও খবর: