গোপালগঞ্জ মুকসুদপুরে ৩দিন ব্যাপী কৃষি, প্রযুক্তি ও বৃক্ষ মেলা উদ্বোধন।

শহিদুল ইসলাম ঃ
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে আজ - ২ সেপ্টেম্বর বুধবার সকালে মুকসুদপুর উপজেলা কেজি স্কুল মাঠ প্রাঙ্গনে ৩দিন ব্যাপী কৃষি, প্রযুক্তি ও বৃক্ষ মেলা মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল আলম সিকদার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাসলিমা আলীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার চৈতন্য পালের পরিচালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেন ভূইয়া, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মুহাম্মদ যুবায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী বিশ্বাস দূর্গা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আশরাফ আলী আশু মিয়া, শাহ আকরাম হোসেন জাফর ফকির,যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী,সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান মোল্যা ও উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহম্মেদ
সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গন্যমান্য ব্যক্তিবর্গ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এক ইঞ্চি জায়গা অনাবাদি থাকবেনা সেই আলোকে পারিবারিক পুষ্ট বাগান,আর্দশ বাড়ি কৃষি বিভাগ উদ্ভাবিত বন্যাকালীন ভাসমান বীজতলা, ভাসমান সবজি চাষ, ট্রেতে চারা উৎপাদন করার প্রযুক্তিসহ আপদকালীন কৃষি উৎপাদন অব্যাহত রাখার নানা প্রযুক্তি মেলায় প্রদর্শিত হয়।