মুকসুদপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান বাচ্চু আর নেই।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জ মুকসুদপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান বাচ্চু শুক্রবার দিবাগত রাত ৩,৩০মিনিটে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লা---রাজিউন)।
মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান বাচ্চু দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অনেক গুনীজন রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান বাচ্চু গোপালগঞ্জ মুকসুদপুররে উপজেলার কাশালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
শনিবার জোহরবাদ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগ, উপজেলা কমান্ডার, ইউনিয়ন আওয়ামীলীগ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমিটি শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।