গোপালগঞ্জ মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ - র প্রেস ব্রিফিং
শহিদুল ইসলাম শহিদ ঃ
গোপালগঞ্জের মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া মুকসুদপুরের স্থানীয় সাংবাদিকদের সাথে ১২ মার্চ ২০২১,শুত্রুবার তার অফিস কক্ষে প্রেস ব্রিফিং করেছেন।
প্রেস ব্রিফিং এ তিনি সাংবাদিকদের জানান যে, বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় সারা দেশের ন্যায় মুকসুদপুরেও আজকে পবিত্র শুত্রুবার জুম্মায় ৪ নং খান্দারপাড় ইউনিয়ন বাজার জামে মসজিদ, ৫ নং বহুগ্রাম বাজার জামে মসজিদ, ৭ নং ভাবড়াশুর ইউনিয়ন বোয়ালিয়া বাজার জামে মসজিদ, ১৩ নং মোচনা ইউনিয়ন ঘুনশী জামে মসজিদ, ১৪ নং উজানী সদর জামে মসজিদ, ১৬ নং ননীক্ষীর বাজার জামে মসজিদ, ১৭ নং জলিলপাড় ইউনিয়ন জলিলপাড় স্কুল বাজার জামে মসজিদ, মুকসুদপুর পৌরসভা ওয়ার্ড
(১,২,৩) চন্ডীবর্দী সদর জামে মসজিদসহ মোট ৮ টি মসজিদে বিট পুলিশিং এ দায়ীত্ব প্রাপ্ত অফিসাররা মুসল্লিদের উদ্দেশ্যে জঙ্গিবাদ/বাল্য বিবাহ/ মাদক ও বিভিন্ন প্রতারনার বিষয়ে অবহিত করবেন এবং সবাইকে এবিষয়ে সতর্ক হওয়ার জন্য আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস,আই সাইফুল ইসলাম।জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সহ - সভাপতি সরদার মুজিবুর রহমান, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি ও মুকসুদপুর প্রেসক্লাবে যুগ্ন সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি,জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক দেলোয়ার হোসেন, সাংবাদিক তারিকুল ইসলাম, নাহিদ পারভেজ জনি, মেহের মামুন প্রমুখ।এখানে উল্লেখ থাকে যে, এ ধরনের পুলিশের কর্মকান্ড অব্যাহত থাকবে।