গোপালগঞ্জ মুকসুদপুরে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ওবায়দুল গ্রেফতার

 প্রকাশ: ১৬ মে ২০২১, ০৪:০৬ অপরাহ্ন   |   মুকসুদপুর


শহিদুল ইসলাম শহিদ ঃ

 

গোপালগন্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে হতে ১০০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ওবায়দুল মৃধাকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে,১৫ মে শনিবার আনুমানিক দুপুর ২টা ৩০মিনিটের সময় উপজেলা মুকসুদপুর  ঢাকা-- খুলনা মহাসড়কের মুকসুদপুর ফিলিং স্টেশন নামকস্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস,আই সাইফুল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে ১০০ পিচ ইয়াবাসহ ওবায়দুল মৃধাকে আটক করে। সে মুকসুদপুর পৌরসভাধীন টেংরাখোলা গ্রামের মৃত কোবাদ মৃধার ছেলে।  এ ব্যাপারে মুকসুদপুর থানায় মাদক দ্রব্য আইনে তার নামে একটি মামলা  করা হয়েছে। মামলা নং-১৮, তারিখ -১৫ মে-২০২১ইং। পূর্বে মাদক বিত্রুয়ের অপরাধে পুলিশের হাতে সে একাধিকবার গ্রেফতার হয়েছে। তার নামে মুকসুদপুর থানায় ১৭(১০)১৮ ও ২৭(৫)১৮ তার বিরুদ্ধে  দুইটি মাদক মামলা রয়েছে ।

মুকসুদপুর এর আরও খবর: