মুকসুদপুরে গ্রাম পুলিশদের মুকসুদপুর থানা পুলিশের সাথে মত বিনিময় সভা।
শহিদুল ইসলাম ঃ
"বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে মুকসুদপুর বিট পুলিশিং কার্যত্রুম গতিশীল করার লক্ষে ৮ জুন মঙ্গলবার মুকসুদপুর থানা পুলিশের আয়োজনে থানা মিলনায়তনে মুকসুদপুর উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের সাথে মুকসুদপুর থানা পুলিশের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়ার সভাপতিত্বে এবং থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) আমিনুর রহমান, পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের ত্রানওসমাজ কল্যান সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছিরু মিয়া, সহ-সভাপতি সরদার মজিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি কাজী মোঃ ওহিদুল ইসলাম।এসময়ে উপস্থিত ছিলেন জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাবের সহ- সভাপতি শহিদুল ইসলাম শহিদ, দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচারসম্পাদক দেলোয়ার হোসেন, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার নির্বাহী সম্পাদক তারিকুল ইসলাম, নাহিদ পারভেজ জনি।
সভায় প্রধান অতিথি মুকসুদপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাহিনুর চৌধুরী বলেন, আপনারা আমাদেরই একটি অংশ,আপনাদেরই দেওয়া তথ্য অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করে অপরাধীদের ধরতে পারি।এলাকার আইন শৃঙ্খলা শান্তিপূর্ন রাখার জন্য গ্রাম পুলিশদের সততার সহিত দায়িত্ন পালন করার জন্য তিনি নির্দেশ প্রদান করেন। জুয়া,মাদক,ইভটিজিং, বাল্য বিবাহ,চোর, ডাকাত সহ রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সাথে জড়িত ব্যাক্তিদের অপরাধের নামের তালিকা থানার অফিসার ইনচার্জের নিকট জানানোর জন্য নির্দেশ দেন। এই দায়িত্ব পালনের সময় গ্রাম পুলিশ কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তার প্রতিশ্রুতি দেন সহকারী পুলিশ সুপার মোঃ শাহিনুর চৌধুরী।