কালকিনিতে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন   |   প্রশাসন


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে কালকিনি পৌরসভার মাছ বাজার ও ভূরঘাটার বিভিন্ন কাঁচামালের আড়তে এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে পাইকারী ও খুচরা বাজারের কাঁচা ও পাকা ভাউচার পর্যবেক্ষণ করা হয়। একই সাথে যারা সঠিকভাবে ভাউচার সংরক্ষণ করেনি তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। অধিক লাভের আশায় কেউ যেন উচ্চমূল্যে পেঁয়াজ বিক্রি ও বিধিবহির্ভূতভাবে পেঁয়াজ মজুদ না করা এবং মূল্যতালিকা যথাযথ ভাবে প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়। এসময় দোকানিরা নিয়ন্ত্রিত ও সঠিক দামে পেঁয়াজ বিক্রির অঙ্গীকারবব্ধ হন।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ফয়সাল আহমেদ।