কালকিনিতে বর্ণিল আয়োজনে নববর্ষ পালন

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ০৮:১০ অপরাহ্ন   |   প্রশাসন



শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

"নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভূলে সম্প্রীতির হাত ধরি" এ স্লোগানকে সামনে নিয়ে মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত হয়েছে। 

পুরাতন বর্ষকে বিদায় দিয়ে নতুন বর্ষকে বরণ করতে উপজেলা প্রশাসন ও উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে পান্তা খাওয়া, এসো হে বৈশাখ গান, লোকজ নৃত্য, আবৃত্তির মাধ্যমে নববর্ষকে আহবান করা হয়। 

নববর্ষের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সূচনা বক্তব্য করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য  মোসাম্মত তাহমিনা বেগম। 

পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা সহকারী কমিশনার ভূমি কায়েসুর রহমান, কালকিনি থানার ওসি (তদন্ত) মাগরুব তৌহিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্রান্ত বিথী, কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

পরে বিকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।