কালকিনিতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০২:০৪ অপরাহ্ন   |   প্রশাসন


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

পাকিস্তানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মুক্তিকামী বাঙালির আন্দোলন কঠোরহস্তে দমনের জন্য একাত্তরের ২৫ মার্চ রাতে যে নারকীয় হত্যাযজ্ঞের সূচনা করেছিল পাকিস্তানি বাহিনী, ভয়াবহ সেই নৃশংসতায় শহীদদের স্মরণে মাদারীপুরে কালকিনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।  

২৫ মার্চ সেই কাল রাতে চালানো অপারেশন সার্চলাইটের বীভৎসতার ওপর দাঁড়িয়ে মুক্তির যে যুদ্ধ শুরু করে বাঙালি জাতি, তার পথ ধরে নয় মাস পার বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

নির্মম গণহত্যা দিবস নিয়ে  আলোচনা সভায় বক্তব্য করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কায়েসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, কালকিনি থানা ওসি (তদন্ত) মাগরুক তৌহিদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপ মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুলফিকার আলি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আসাদ, উপজেলা আইটি কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল, কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন সহ অন্যান্য।