কালকিনিতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন   |   প্রশাসন


সাহাদাত হোসেন ওয়াশিম,  মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। 

রবিবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে আইসিটি কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসাম্মত তাহমিনা বেগম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, কালকিনি থানা অফিসার ইনচার্জ সরকার আবদুল আল মামুন,  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ  বদিউজ্জামান, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবুর রহমান, কৃষি কমকর্তা মিল্টন বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল জলিল আকন, ডেপুটি কমান্ডার আবদুল মালেক হাওলাদার সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।